Supreme Court । বৈবাহিক অশান্তির মামলা করতে গেলে লাগবে প্রমান, ইঞ্জিনিয়ার আত্মহত্যার পর বললো শীর্ষ আদালত

Wednesday, December 11 2024, 11:48 am
highlightKey Highlights

বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারের মর্মান্তিক আত্মহত্যার পর শীর্ষ আদালত এক মামলার শুনানিতে জানিয়েছে, বৈবাহিক অশান্তির মামলায় স্বামী ও শ্বশুরবাড়ির বাকি সদস্যদের বিরুদ্ধে আইনকে ‘‌স্বার্থপরের’‌ মতো ব্যবহার করা যাবে না।


বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের আত্মহত্যার পর নড়েচড়ে বসেছে শীর্ষ আদালত। বৈবাহিক অশান্তির ফৌজদারি মামলায় কোনও প্রমাণ ছাড়া স্বামী ও শ্বশুরবাড়ির বাকি সদস্যদের বিরুদ্ধে আইনকে ‘‌স্বার্থপরের’‌ মতো ব্যবহার করা যায় না বলে পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। মঙ্গলবার বিচারপতি বিভি নাগারত্ন ও এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চে অন্য একটি বৈবাহিক অশান্তির মামলার তদন্তে এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে শীর্ষ আদালত। দুই বিচারপতির বেঞ্চ আরও জানান, ৪৯৮এ ধারাকে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার কাজে ব্যবহার করা যাবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File