খেলাধুলা

WBL-Virat Kohli | ওয়ার্ল্ড বোলিং লিগে ইনভেস্ট করলেন 'কিং কোহলি'! ব্যাটের পর এবার বলের দুনিয়া মাতাবেন ক্রিকেটার

WBL-Virat Kohli | ওয়ার্ল্ড বোলিং লিগে ইনভেস্ট করলেন 'কিং কোহলি'! ব্যাটের পর এবার বলের দুনিয়া মাতাবেন ক্রিকেটার
Key Highlights

ওয়ার্ল্ড বোলিং লিগের (WBL) স্ট্র্যাটেজিক ইনভেস্টর হয়েছেন ক্রিকেটার বিরাট কোহলি।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরই সুখবর দিলেন কিং কোহলি। ব্যাটের পর এবার বলের দুনিয়ায় পা রেখেছেন বিরাট। ওয়ার্ল্ড বোলিং লিগের (WBL) স্ট্র্যাটেজিক ইনভেস্টর হয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডলে এই নিয়ে পোস্টও করেছেন তিনি। বোলিংকে ভারতে জনপ্রিয় করতে বিরাটের এই পদক্ষেপ, বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে বিরাট বললেন, ‘আমি ১১ বছর বয়সে বোলিং শুরু করেছিলাম। ১২ বছর বয়সে বল স্পিনিং করতাম। বিশ্ব জুড়ে বোলিং খুবই জনপ্রিয়, তবে ব্যবসায়িক প্রস্তাব হিসেবে এর অবমূল্যায়ন করা হয়।’