Virender Sehwag | আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার ক্রিকেটের শেহওয়াগের ভাই বিনোদ
Saturday, March 8 2025, 6:24 am

আর্থিক কেলেঙ্কারির ঘটনায় আদালত অমান্যের অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) ভাই বিনোদ।
আর্থিক তছরুপের অভিযোগে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগের ভাই বিনোদ শেহওয়াগকে গ্রেফতার করলো চণ্ডীগড় পুলিশ। খারিজ হয়েছে তাঁর জামিনের আবেদনও। সূত্রের খবর, বিনোদের ‘জাল্টা ফুড অ্যান্ড বেভারেজেস’ নামে একটি কোল্ড ড্রিঙ্কস কারখানা রয়েছে। এই কারখানার জন্যে বোতল কিনে একটি সংস্থাকে ৭ কোটি টাকার চেক দিয়েছিলো বিনোদ। সেই চেক বাউন্স করে। বিনোদের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। অভিযোগ, এই মামলায় বিনোদ আদালতে সশরীরে হাজির হননি। ফলে তাঁকে পলাতক ঘোষণা করে গ্রেফতার করেছে পুলিশ।
- Related topics -
- খেলাধুলা
- গ্রেফতার
- বীরেন্দ্র সহবাগ
- ক্রিকেটার
- আর্থিক প্রতারণা