খেলাধুলা

India women cricket team | বিশ্বকাপ নিয়ে মোদীর বাসভবনে হরমনপ্রীত-স্মৃতিরা, হুইলচেয়ারে সঙ্গী প্রতীকা রাওয়ালও

India women cricket team | বিশ্বকাপ নিয়ে মোদীর বাসভবনে হরমনপ্রীত-স্মৃতিরা, হুইলচেয়ারে সঙ্গী প্রতীকা রাওয়ালও
Key Highlights

চ্যাম্পিয়নের মেডেল না পেলেও বিশ্বকাপজয়ী দলের সঙ্গে মোদির বাসভবনে গিয়েছিলেন প্রতীকা রাওয়ালও।

ভারত প্রথমবার মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। ভারত বিশ্বকাপ জয়ের পরই হরমনপ্রীত, স্মৃতিদের অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে বিশ্বজয়ী মহিলা ক্রিকেটারদের আমন্ত্রণ জানালেন হরমনপ্রীত, স্মৃতিদের। বিকেল চারটে নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছয় গোটা দল। বিশ্বকাপ ট্রফি নিয়ে ভারতীয় দলের ব্লেজার পরে মোদির বাসভবনে গিয়েছিলেন স্মৃতি মান্ধানা, দীপ্তিরা। হুইলচেয়ার সহ তাঁদের সঙ্গে ছিলেন প্রতীকা রাওয়ালও। ফটোসেশন এবং খোশগল্পে বিকেল কাটলো ক্রিকেট তারকাদের।