CR7-UEFA | আর একটি গোল করলেই ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন CR7! রোনাল্ডোকে বিশেষ পুরস্কারে সম্মানিত করবে উয়েফা

Wednesday, August 28 2024, 1:27 pm
CR7-UEFA | আর একটি গোল করলেই ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন CR7! রোনাল্ডোকে বিশেষ পুরস্কারে সম্মানিত করবে উয়েফা
highlightKey Highlights

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশেষ পুরস্কারে সম্মানিত চ্যাম্পিয়নস লিগের কর্তৃপক্ষ উয়েফা।


ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশেষ পুরস্কারে সম্মানিত চ্যাম্পিয়নস লিগের কর্তৃপক্ষ উয়েফা। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে রোনাল্ডোকে তাঁর অবদানের জন্য পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। জানা গিয়েছে, মোনাকোয় আগামীকাল ২০২৪–২৫ মরশুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে রোনাল্ডোর হাতে বিশেষ পুরস্কার তুলে দেবেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। আল-ফেইহার বিরুদ্ধে ম্যাচে ক্লাবের হয়ে তাঁর ৫১তম গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উল্লেখ্য, আর একটি গোল করলেই ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন আল নাসর তারকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File