Rijith Murder Case | প্রকাশ্যে সিপিএম কর্মীকে খুন! ২০ বছর পর ৯ জন আরএসএস কর্মীকে মৃত্যুদণ্ডের সাজা দিলো আদালত

Tuesday, January 7 2025, 12:36 pm
highlightKey Highlights

২০০৫ সালে কেরলের কান্নাপুরমে প্রকাশ্যে খুন হন রিজিথ শংকরণ নামের এক সিপিএম কর্মী।


২০০৫ সালে কেরলের কান্নাপুরমে প্রকাশ্যে খুন হন রিজিথ শংকরণ নামের এক সিপিএম কর্মী। ২৫ বছর বয়সি ওই সিপিএম কর্মী কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। সে সময় জনা দশেক আরএসএস কর্মী তাঁর উপর চড়াও হয়ে মারধর করেন, যার জেরে সিপিএম কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনায় ৯ আরএসএস কর্মীকে মৃত্যুদণ্ড দিল কেরলের তালসারির এক স্থানীয় আদালত। দিন তিনেক আগেই দোষী সাব্যস্ত হয় ওই ৯ অভিযুক্ত। ২০ বছর ধরে মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন দুর্ঘটনায় এক অভিযুক্তের মৃত্যু হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File