রাজ্যগরু পাচার কাণ্ডে আসানসোলের বিশেষ আদালতে চার্জশিট দিল সিবিআই
গরু পাচারকাণ্ডে আজ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। তদন্ত শুরুর ১৪১ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়া হল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর পাওয়া গিয়েছে। চার্জশিটে এফআইআরে নাম থাকা চারজনের পাশাপাশি আরও তিনজনের নাম যুক্ত করা হয়েছে। সিবিআই সূত্রে খবর পাওয়া গিয়েছে, চার্জশিটে নাম রয়েছে এনামুল হক, বিএসএফের কমান্ড্যান্ট সতীশ কুমার, গোলাম মুস্তাফা ও আনারুল শেখের। এই চারজনের সঙ্গে চার্জশিটে এনামুলের স্ত্রী রশিদা বিবি, সতীশ কুমারের স্ত্রী তানিয়া সান্যাল ও শ্বশুর বাদলকৃষ্ণ সান্যালের নাম যুক্ত করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর মিলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, চার্জশিটে ৪২০ ধারাও নতুন যোগ করা হয়েছে।