মহামারী আবহে বুধবার কলকাতায় বন্ধ থাকবে কোভিশিল্ড টিকাকরণ
Thursday, December 21 2023, 2:26 pm
Key Highlightsফের বাধা রাজ্যের টিকাকরণে! কলকাতা পুরসভার স্বাস্থ্য প্রশাসক অতীন ঘোষ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে করোনা ভ্যাকসিন বিক্রি বন্ধ করে দেওয়ার কারণে, রাজ্যে করোনা টিকার আকাল দেখা দিয়েছে। তাই, আজ অর্থাৎ ৯ই জুন ২০২১ গোটা কলকাতার ১০৩টি স্বাস্থ্যকেন্দ্র এবং ১৮টি মেগা সেন্টারে কোভিশিল্ড টিকাকরণ প্রক্রিয়া বন্ধ থাকবে। তবে, জেলার ৪১টি কেন্দ্রে করোনা টিকা কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে বলেই নগরবাসীর উদ্দেশ্যে জানানো হয়েছে।