করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Saturday, July 10 2021, 8:31 am

করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবিলায় বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। বিশেষত অক্সিজেন সরবরাহের বিষয়টিতে নজর দেওয়া হচ্ছে। শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দফতরের আধিকারিকেরা এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রক, নগরোন্নয়ন মন্ত্রক-সহ সংশ্লিষ্ট বিভাগগুলির উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন । এই বৈঠকে জানানো হয়েছে, দেশ জুড়ে ১,৫০০টি ‘প্রেশার সুইং অ্যাডসর্পশন’ মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট গড়া হচ্ছে এবং পিএসএ প্ল্যান্ট বসানো ওই হাসপাতালগুলিতে প্রস্তুত করা হচ্ছে অক্সিজেন সরবরাহের সুবিধাযুক্ত ৪ লক্ষ শয্যা।
- Related topics -
- দেশ
- প্রধানমন্ত্রী
- নরেন্দ্র মোদি
- কোভিড ১৯
- করোনা পরিস্থিতি
- অক্সিজেন