অভিনব শাস্তি! কোভিড বিধি না মানলে আধ ঘণ্টা ধরে লিখতে হবে "রামনাম"
Thursday, May 20 2021, 8:22 am
Key Highlightsশাস্তির এ এক অভিনব প্রক্রিয়া। মধ্যপ্রদেশে যারা কোভিড বিধিনিষেধ মেনে চলছে না; তাঁদের জন্য সেখানকার পুলিশ এক অন্য ধরণের শাস্তির ব্যবস্থা করেছেন। সাধারণত দেখা যায়, যারা কোভিড বিধিনিষেধ মানছে না তাদের কান ধরে ওঠবস, মারধর বা থানায় আটক করা ইত্যাদি শাস্তি দেওয়া হয় । কিন্তু মধ্যপ্রদেশের সাতনার কোলগাওয়ান থানার সাব ইনস্পেক্টর সন্তোষ সিংহ, যারা বিধি ভঙ্গ করছে তাদের টানা ৩০ মিনিট ধরে দাঁড়িয়ে 'রামনাম' লিখতে বলছেন। তবে এবিষয়ে তিনি কাউকে জোর করছেননা। কিন্তু অনেকেই এক পাতার লেখার পর আর লিখতে চাইছে না বলে জানা যাচ্ছে ।