বিমানবন্দর'কোভিড নেগেটিভ' রিপোর্ট বাধ্যতামূলক, টুইট করে জানাল কলকাতা এয়ারপোর্ট অথোরিটি
এবার থেকে কলকাতাগামী বিমানে যাতায়াত করতে হলে কোভিড পরীক্ষা করতে হবে। সেই রিপোর্ট পজিটিভ আসলে যাত্রীকে বিমানে চড়ার অনুমতি দেওয়া হবে না। আজ সোশ্যাল মিডিয়ার টুইটারে কলকাতা এয়ারপোর্ট অথোরিটি জানিয়েছে যে, "রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা, তেলেঙ্গানা থেকে কলকাতায় আসতে গেলে ৭২ ঘন্টা আগে কোভিড RT-PCR টেস্ট করাতে হবে। রিপোর্ট নেগেটিভ আসলে তবেই যাত্রার অনুমতি মিলবে।" আরও বিস্তারিত জানতে civilaviation.gov.in/en/covid-19 এ ক্লিক করুন।