লকডাউনের মেয়াদ বাড়ল বিহারে, ২৫শে মে পর্যন্ত জারি থাকবে সম্পূর্ণ লকডাউন
Thursday, May 13 2021, 2:11 pm
Key Highlightsলকডাউনের মেয়াদ বাড়ানো হল বিহারে বৃহস্পতিবার টুইটে সেই ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর আগে ১৫ মে পর্যন্ত বিহারে পূর্ণ লকডাউন জারি করা হয়েছিল এ বার সেই মেয়াদ ১০ দিন বাড়ানো হল। জানিয়ে দেওয়া হল, আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত রাজ্যে পূর্ণ লকডাউন জারি থাকবে। নীতীশ কুমার টুইটে জানান, রাজ্যে পূর্ণ লকডাউন ঘোষণা করার ফলে সংক্রমণের হার অনেকটাই কমেছে। বৃহস্পতিবার লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী এবং সরকারি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।