অক্সিজেন ও ২৫টি শয্যা-সহ লাভপুরের আইটিআই কলেজে কোভিড কেয়ার সেন্টার চালু হয়েছে
Tuesday, May 18 2021, 12:56 pm
Key Highlightsবীরভূম জেলা-সহ গোটা রাজ্যেই বেড়েছে করোনা সংক্রমণ। এমন মহামারির সময় প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কথা মাথায় রেখে কলকাতার লিভার ফাউন্ডেশনের কর্ণধার চিকিৎসক অভিজিৎ চৌধুরী এবং লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ-এর উদ্যোগে বীরভূমের লাভপুরের আইটিআই কলেজে কোভিড কেয়ার সেন্টার চালু করা হয়েছে। আইটিআই কলেজের পরিকাঠামো দেখে সন্তুষ্ট হয়ে চৌহাট্টা গ্রাম পঞ্চায়েত এটিকে কোভিড সেন্টার বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই হাসপাতালে মোট ২৫ টি শয্যা আছে ও প্রত্যেকটি শয্যার সাথে অক্সিজেনের ব্যবস্থাও রাখা হয়েছে ।
- Related topics -
- দেশ
- করোনা পরিস্থিতি
- কোভিড হাসপাতাল

