মাস্ক না পরলেই জরিমানা! সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ নিল কোচবিহার পুরসভা
Thursday, July 1 2021, 12:52 pm
Key Highlightsআক্রান্তের সংখ্যা নিম্মমুখী। এই পরিস্থিতে আর কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় কোচবিহার পুরসভা। সংক্রমণ ঠেকাতে বরাবরই সঠিক পদ্ধতিতে মাস্ক পরায় কথা বলেছেন বিশেষজ্ঞরা। তাই এবার সেদিকেই নজর দিল কোচবিহার পুরসভার। মাস্ক না পরে বেরোলেই দিতে হবে ৫০ টাকা করে জরিমানার। এমনই কড়া পদক্ষেপ নিয়েছে কোচবিহার পুরসভা। কোচবিহার পুরসভার সেনেটালি ইন্সপেক্টর বিশ্বজিত রায় বলেছেন, 'রসিদ ছাপিয়ে ৫০ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাস্ক ছাড়া পথে কাউকে দেখলেই এই পদক্ষেপ করা হবে'।