করোনা পরিস্থিতিতে কি ফের বন্ধ হবে ট্রেন চলাচল? এ নিয়ে বিবৃতি জারি করল ভারতীয় রেল
Wednesday, April 21 2021, 10:41 am

দৈনিক আক্রান্তের সংখ্যা যেমন পাল্লা দিয়ে বাড়ছে, তেমনই মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন ঘোষণা করা হয়েছে। কোথাও আবার চলছে নাইট কার্ফু। এই পরিস্থিতিতে কি ফের ট্রেনের চাকা থমকে যেতে পারে? আবারও কি বন্ধ হবে রেল পরিষেবা? এ নিয়ে মুখ খুলল ভারতীয় রেল। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দেশে ট্রেন পরিষেবা স্বাভাবিক। রেল মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'অতিমারী পরিস্থিতিতে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন আতঙ্কিত না হন এবং কোনও গুজবে কান না দেন। RAC ও কনফার্মড টিকিট থাকলেই স্টেশনে আসুন। দুরত্ববিধি বজায় রাখা হবে।'
- Related topics -
- পরিবহন
- ভারতীয় রেলওয়ে
- রেলওয়ে অফিসার
- করোনা পরিস্থিতি
- কোভিড ১৯