হাইকোর্ট গুলিকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, করোনা সংক্রান্ত কোনো ‘অবাস্তব’ নির্দেশ দেওয়া যাবে না

Saturday, May 22 2021, 6:06 am
হাইকোর্ট গুলিকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, করোনা সংক্রান্ত কোনো ‘অবাস্তব’ নির্দেশ দেওয়া যাবে না
highlightKey Highlights

দেশজুড়ে এখন করোনা মহামারির সাথে লড়াই চলছে। এইসময় অনেক জায়গায় চিকিৎসার পরিকাঠামোর অভাবও দেখা যাচ্ছে; যেমন- আইসিইউ বেড, অক্সিজেন, করোনা টিকার অভাব, ইত্যাদি। এমত অবস্থায় একটি কেসের রায় দিতে সম্প্রতি ইলাহাবাদ হাই কোর্ট নির্দেশ দিয়েছে যে, উত্তরপ্রদেশে আগামী ৪ মাসের মধ্যে অক্সিজেনসহ বেড থাকতে হবে এবং ১ মাসের মধ্যে প্রত্যেক গ্রামে আইসিইউ সুবিধা যুক্ত ২টি করে অ্যাম্বুল্যান্স থাকতে হবে। এই রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সারন ও বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, "হাই কোর্টের তেমনই নির্দেশ দেওয়া উচিত, যে নির্দেশ বাস্তবসম্মত এবং পালন করা সম্ভব। "




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File