হাইকোর্ট গুলিকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, করোনা সংক্রান্ত কোনো ‘অবাস্তব’ নির্দেশ দেওয়া যাবে না

Saturday, May 22 2021, 6:06 am
highlightKey Highlights

দেশজুড়ে এখন করোনা মহামারির সাথে লড়াই চলছে। এইসময় অনেক জায়গায় চিকিৎসার পরিকাঠামোর অভাবও দেখা যাচ্ছে; যেমন- আইসিইউ বেড, অক্সিজেন, করোনা টিকার অভাব, ইত্যাদি। এমত অবস্থায় একটি কেসের রায় দিতে সম্প্রতি ইলাহাবাদ হাই কোর্ট নির্দেশ দিয়েছে যে, উত্তরপ্রদেশে আগামী ৪ মাসের মধ্যে অক্সিজেনসহ বেড থাকতে হবে এবং ১ মাসের মধ্যে প্রত্যেক গ্রামে আইসিইউ সুবিধা যুক্ত ২টি করে অ্যাম্বুল্যান্স থাকতে হবে। এই রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সারন ও বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, "হাই কোর্টের তেমনই নির্দেশ দেওয়া উচিত, যে নির্দেশ বাস্তবসম্মত এবং পালন করা সম্ভব। "




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File