কোভিডমুক্ত হয়েই শরীরে হানা দিচ্ছে যক্ষ্মা, মধ্যপ্রদেশে এরূপ ঘটনায় ছাড়ায় চাঞ্চল্য

Thursday, July 15 2021, 1:39 pm
কোভিডমুক্ত হয়েই শরীরে হানা দিচ্ছে যক্ষ্মা, মধ্যপ্রদেশে এরূপ ঘটনায় ছাড়ায় চাঞ্চল্য
highlightKey Highlights

মধ্যপ্রদেশে করোনার কোপ থেকে রক্ষা পেয়েও রেহাই মিলছে না যক্ষ্মার প্রকোপ থেকে। কোভিডমুক্ত হয়েই বেশ কয়েকজনের শরীরে থাবা বসাচ্ছে যক্ষ্মা। চিকিৎসকরা থেকে জানা যাচ্ছে, আচমকাই বেড়ে গিয়েছে টিবি বা যক্ষ্মা রোগীর সংখ্যা। আর এই যক্ষ্মা রোগীদের মধ্যে বেশিরভাগ মানুষই কোভিড থেকে সেরে উঠেছেন বলে জানা গেছে। ভোপালের হামিদিয়া হাসপাতালের মেডিক্যাল বিভাগের প্রধান ডা. লোকেন্দ্র দাভে এ বিষয়ে বলেছেন, 'অস্বাভাবিক ভাবে যক্ষ্মা রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। যাঁদের মধ্যে বেশিরভাগ রোগীই সদ্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের যথাযথ চিকিৎসা করা হচ্ছে'।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File