কোভিড ১৯বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বললেন গতবছরের তুলনায় এবছর করোনার পরিস্থিতি আরও মারাত্মক ভারতে
WHO সংস্থার প্রধান টেড্রোস অ্যাধানোম ঘেব্রেয়েসাস ঘোষণা করলেন, গতবছর এর তুলনায় এবছর ভারতে আরো ভয়ংকর রূপ ধারণ করছে মহামারি। সার্বিক টিকাকরণের উপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেবল ভারতবর্ষই নয় ভারতের পাশাপাশি জাপানের করোনা পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন হু। অলিম্পিকের ১০ সপ্তাহ আগে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা। অলিম্পিক বন্ধ করার জন্য সাড়ে ৩ লক্ষ পিটিশন জমা পড়েছে। টোকিও সহ একাধিক জায়গায় করোনার জরুরি অবস্থা জারি করা হয়েছে। মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত কড়া বিধি জারি থাকবে হিরোশিমা, ওকায়ামা অঞ্চলেও।