করোনা সংক্রমণ এড়াতে এবার নেসাল স্প্রে তৈরী করছে বিজ্ঞানীরা

Wednesday, June 16 2021, 11:36 am
highlightKey Highlights

সম্প্রতি কয়েক সপ্তাহ আগেও গোটা দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে নাজেহাল অবস্থার সম্মুখীন হয়েছেন প্রায় সকলে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এমনকি মৃতদেহ পোড়ানোর জন্য জায়গা কম পড়ে গিয়েছিল। সেই অবস্থা থেকে আজ অনেকটাই কমেছে করোনা সংক্রমণ। তবে, তৃতীয় ঢেউও যে আসতে পারে, সে আশঙ্কা রয়েছে যথেষ্ট। তাই একদল গবেষক ভাইরাসের সঙ্গে লড়ার জন্য নাকের স্প্রে তৈরির জন্য গবেষণা করছেন । বিজ্ঞানীদের মতে, এর মাধ্যমে শরীরে দ্রুত অ্যান্টিবডি তৈরির ব্যবস্থা করা যাবে। ইতিমধ্যেই ইঁদুরের শরীরে এই অ্যান্টিবডি ভাল কাজ করছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File