করোনা মোকাবিলা করতে নতুন উদ্যোগ হাওড়ায়, ১৪ টি ব্লককে ৩০ লক্ষ করে টাকা দেবে জেলা পরিষদ
Monday, May 17 2021, 7:23 am

রাজ্যে করোনা প্রকোপ ক্রমশ ঊর্ধ্বমুখী। আক্রান্তের পরিসংখ্যার বিচারে উত্তর ২৪ পরগনা ও কলকাতার পরই রয়েছে হাওড়া। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলার যুদ্ধে লড়তে হাওড়ার জেলা পরিষদ সিদ্ধান্ত নিয়েছেন হাওড়ার ১৪টি ব্লকে একটি করে অ্যাম্বুলেন্স যেগুলি কেবল করোনা রোগীদের ক্ষেত্রেই ব্যবহার করা হবে। এছাড়াও একটি করে করোনায় মৃত শববাহী গাড়ি এবং অক্সিজেন কনসেনন্ট্রেটর যন্ত্র কেনার জন্য ৩০ লক্ষ টাকা দেওয়া হবে। শুধু তাই নয় এগুলি ছাড়াও আনুসাঙ্গিক অন্যান্য খরচের জন্য প্রতিটি ব্লক কে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।
- Related topics -
- জেলা
- হাওড়া
- কোভিড ১৯
- হাওড়া জেলা পরিষদ