‘বি’ এবং ‘এবি’ রক্তের গ্রুপ হলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, এমনই জানালেন সিএসআইআর

Monday, May 17 2021, 1:15 pm
highlightKey Highlights

গোটা দেশজুড়ে ১০ হাজার মানুষের নমুনা সংগ্রহ করে ১৪০ জন চিকিৎসক নিয়ে ‘দি কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর) একটি গবেষণা করেছিল। সিএসআইআর-এর একটি গবেষণাপত্রে জানিয়েছে, যেসকল মানুষের শরীরে ‘ও’ গ্রুপের রক্ত বইছে তাঁদের করোনা সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে কম। ‘ও’ গ্রুপের রক্ত ধারণকারীদের যদি করোনা হয়, তবে তা উপসর্গহীন অথবা মৃদু উপসর্গ যুক্ত হবে বলেই দাবি করা হয়েছে। পাশাপাশি আরও বলেছেন, ‘এবি’ এবং ‘বি’ রক্তের গ্রুপ যাঁদের শরীরে বহমান, অন্য রক্তের গ্রুপের তুলনায় তাঁদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেক বেশি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File