দেশকালো ছত্রাকের সংক্রমণ বাতাসে, 'ব্ল্যাক ফাঙ্গাস' সংক্রমণ সংখ্যায় শীর্ষে গুজরাত
করোনার দাপটের রেষ মিটতে না মিটতেই নতুন এক বিপদের হানা। কেন্দ্র ও রাজ্য সরকার গুলিতে চরম উদ্বেগের সৃষ্টি করেছে নতুন সংক্রমণ 'ব্ল্যাক ফাঙ্গাস'। এই নতুন সংক্রমণের ক্ষেত্রে এগিয়ে আছে গুজরাত। ইতিমধ্যেই গুজরাতের ২২৮১ জন এই রোগে আক্রান্ত। এখনও পর্যন্ত তালিকার সর্বনিম্নে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে মাত্র ১ জন। সাধারণত এই মিউকোরমাইকোসিস কোভিডে সুস্থ হয়ে ওঠা রোগীর দেহেই বেশি সংক্রমণ ঘটাচ্ছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই রোগের আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত কোনো মৃত্যু ঘটেনি বাংলায়।