R G Kar Case | দেখতে দেওয়া যাবে না ঘটনাস্থল! আদালতে খারিজ আরজিকর-কাণ্ডের নির্যাতিতার পরিবারের আর্জি!
Wednesday, July 9 2025, 1:03 pm
Key Highlightsআরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যে ঘরে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়, সেই ঘটনাস্থল দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা ও বাবা।
আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যে ঘরে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়, সেই ঘটনাস্থল দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা ও বাবা। কিন্তু খারিজ হয়ে গেলো তাদের আর্জি। বুধবার শিয়ালদহ আদালতে বিচারক অরিজিৎ মণ্ডলের বেঞ্চ সেই আর্জি খারিজ করে দিয়েছে। বিচারকের বক্তব্য, “আপনারা যেটা আবেদন করেছেন তার অর্থ আপনারা প্যারালাল ইনভেস্টিগেশন চাইছেন। নিম্ন আদালতের এই আবেদন অনুমোদন করার অধিকার নেই। সিবিআই তদন্ত চলছে এই পর্বে প্রাইভেট পার্টি বা নিরপেক্ষ ফরেনসিককে অনুমতি দিতে পারি না।”

