দেশ

Durgadi Fort | দু্র্গাডি কেল্লার মন্দির-মসজিদ বিতর্কের অবসান! ৪৮ বছর ধরে চলা মামলার রায় দিলো আদালত

Durgadi Fort | দু্র্গাডি কেল্লার মন্দির-মসজিদ বিতর্কের অবসান! ৪৮ বছর ধরে চলা মামলার রায় দিলো আদালত
Key Highlights

মহারাষ্ট্রের ঠানে জেলায় অবস্থিত দু্র্গাডি কেল্লার ভেতরের একটি অংশ আদতে মসজিদ না মন্দির তা নিয়ে মামলা চলছিল প্রায় ৪৮ বছর ধরে।

মহারাষ্ট্রের ঠানে জেলায় অবস্থিত দু্র্গাডি কেল্লার ভেতরের একটি অংশ আদতে মসজিদ না মন্দির তা নিয়ে মামলা চলছিল প্রায় ৪৮ বছর ধরে। অবশেষে এই মামলার শুনানিতে আদালত জানিয়ে দিলো, কেল্লাটির ওই অংশ আদতে একটি মন্দির। ১৯৭১ সালে থানের ডিস্ট্রিক্ট কালেক্টর দু্র্গাডি কেল্লাটিকে মন্দির হিসেবে ঘোষণা করেন। তারপরে ওই কেল্লার সেই অংশটিকেই মসজিদ দাবি করে আদালতে মামলা দায়ের করা হয় মুসলিমদের একটি পক্ষের তরফে। তবে মহারাষ্ট্রের কল্যাণের একটি সেশন আদালত সেই দাবি খারিজ করে জানিয়েছে, কেল্লাটির ওই অংশ আদতে একটি মন্দির।