Health Department । তিলোত্তমা কাণ্ডের পর সতর্ক আদালত, ডাক্তারদের ডিউটি আওয়ার বেঁধে দেওয়া হলো
স্বাস্থ্য ভবনের তরফে নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে ১২ ঘণ্টার বেশি ডিউটি করতে হবে না কোনও চিকিৎসককে।
তিলোত্তমা কাণ্ডের বিচার চলাকালীন ডাক্তারদের ডিউটি আওয়ার দেখে বিস্মিত হয়েছিলেন খোদ বিচারপতি। টানা ৩৬ ঘন্টা ডিউটি করার বিপক্ষে ছিলেন তিনি। এবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে নির্দেশিকা জারি করে চিকিৎসকদের ১২ঘণ্টা ডিউটি আওয়ার বেঁধে দেওয়া হলো। সকাল ৯টা থেকে বিকেল চারটের মধ্যে প্রাইভেট প্র্যাক্টিস করা যাবে না, রোগী ভর্তির দিন সিনিয়র চিকিৎসকদের দুপুর ২টো পর্যন্ত ওপিডি’তে থাকতে হবে ইত্যাদি একগুচ্ছ নয়া নিয়মও আনা হলো। নির্দেশিকা জারি করেছেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।