Puja Khedkar । আগাম জামিন না পেলেও রক্ষাকবচ পেলেন বিতর্কিত ট্রেনি আইএএস পূজা খেদকার! ২১ আগস্ট পর্যন্ত করা যাবে না গ্রেফতার

Monday, August 12 2024, 12:05 pm
Puja Khedkar । আগাম জামিন না পেলেও রক্ষাকবচ পেলেন বিতর্কিত ট্রেনি আইএএস পূজা খেদকার! ২১ আগস্ট পর্যন্ত করা যাবে না গ্রেফতার
highlightKey Highlights

সোমবার আদালতের তরফে জানানো হয়, আগামী ২১ আগস্ট পর্যন্ত গ্রেফতার করা যাবে না পূজাকে।


কিছুটা স্বস্তি পেলেন বিতর্কিত ট্রেনি আইএএস পূজা খেদকার। আগাম জামিন না পেলেও দিল্লি হাই কোর্টে মিলল রক্ষাকবচ। সোমবার আদালতের তরফে জানানো হয়, আগামী ২১ আগস্ট পর্যন্ত গ্রেফতার করা যাবে না পূজাকে। তবে তদন্তকারীদের সহযোগিতা করতে হবে পূজাকে। পাশাপাশি তাঁর আগাম জামিনের বিষয়ে দিল্লি পুলিশ ও ইউপিএসসি-র বক্তব্য জানতে চেয়ে নোটিস দেওয়া হয়েছে আদালতের তরফে।পরবর্তী শুনানিতে আদালতে নিজেদের বক্তব্য পেশ করবে দুই পক্ষ। তখনই সিদ্ধান্ত নেওয়া হবে পূজার আগাম জামিনের আবেদনের বিষয়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File