Junior Doctor Protest | আরজিকর মামলায় চিকিৎসকদের মহা মিছিলে অনুমতি দিলো আদালত, তবে শর্ত দিলেন বিচারপতি
Monday, September 30 2024, 9:27 am

১লা অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্রসদন পর্যন্ত আরজিকর মামলায় চিকিৎসকদের মিছিলে অনুমতি দিলো আদালত।
১লা অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্রসদন পর্যন্ত আরজিকর মামলায় চিকিৎসকদের মিছিলে অনুমতি দিলো আদালত। বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মিছিলে অনুমতি আদালতের। তবে, আদালতের নির্দেশ পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে মিছিলের সময়। এদিন শুনানিতে রাজ্যের পক্ষে আইনজীবী সওয়াল করেন, মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা স্পষ্ট করুক চিকিৎসকদের সংগঠন। অপরদিকে, চিকিৎসকদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘আমরা আমাদের সদস্যদের সংখ্যা বলতে পারি, কিন্তু সাধারণ মানুষ যদি যোগ দেন সেই সংখ্যা আমরা কী করে বলব ?’
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- শহর কলকাতা
- আদালত