২০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকবেন আরিয়ান, জেল থেকে ফিরে তাঁর পরবর্তী জীবনের পরিকল্পনা জানালো NCB-কে
Sunday, October 17 2021, 11:10 am
Key Highlightsমাদক কাণ্ডের জেরে এখনও জামিন পাননি শাহরুখপুত্র আরিয়ান খান। আগামী বুধবার পর্যন্ত জেলেই থাকবেন তিনি। জেলের মধ্যেই আরিয়ানের কাউন্সেলিং চলছে বলে জানা যাচ্ছে । নেশামুক্ত করে, ফের তাঁকে সাধারণ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আরিয়ানও NCB-র সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন। আরিয়ান জেল থেকে বেরিয়ে কী করবেন, তাও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের জানিয়েছেন। তিনি জানিয়েছেন, "জেল থেকে বেরিয়ে, স্বাভাবিক জীবনে সমাজের দুঃস্থ মানুষদের জন্য কাজ করবো। পিছিয়ে পড়া মানুষদের মূলস্রোতে ফেরানোর চেষ্টা করবো।"
- Related topics -
- সেলিব্রিটি
- আরিয়ান খান
- এনসিবি
- মাদক কাণ্ড

