আন্তর্জাতিক বাজারে স্পুটনিক ৫-র প্রতি ডোজের দাম হতে পারে ৭৩০ টাকার মতো, জানাল রাশিয়া সরকার!

Wednesday, November 25 2020, 11:04 am
আন্তর্জাতিক বাজারে স্পুটনিক ৫-র প্রতি ডোজের দাম হতে পারে ৭৩০ টাকার মতো, জানাল রাশিয়া সরকার!
highlightKey Highlights

১১ই আগস্ট, ২০২০ বিশ্বে প্রথম রাশিয়া ঘোষণা করেছিল তারা করোনাভাইরাসের প্রতিষেধক "স্পুটনিক ৫" তৈরী করে ফেলেছে। তাঁদের ভ্যাকসিন রাশিয়ান ডিরেক্ট ইনভেস্ট ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১-এর মধ্যে ৫০ কোটি মানুষের কাছে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। "স্পুটনিক ৫" প্রতি ডোজের দাম আন্তর্জাতিক বাজারে হতে পারে ১০ মার্কিন ডলারের কম , যা ভারতীয় মুদ্রায় ৭৩০ টাকার মতো। রাশিয়ার নাগরিকরা এই ভ্যাকসিন পাবেন বিনামূল্যে , জানিয়েছে রাশিয়া সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File