আন্তর্জাতিক বাজারে স্পুটনিক ৫-র প্রতি ডোজের দাম হতে পারে ৭৩০ টাকার মতো, জানাল রাশিয়া সরকার!

Wednesday, November 25 2020, 11:04 am
highlightKey Highlights

১১ই আগস্ট, ২০২০ বিশ্বে প্রথম রাশিয়া ঘোষণা করেছিল তারা করোনাভাইরাসের প্রতিষেধক "স্পুটনিক ৫" তৈরী করে ফেলেছে। তাঁদের ভ্যাকসিন রাশিয়ান ডিরেক্ট ইনভেস্ট ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২১-এর মধ্যে ৫০ কোটি মানুষের কাছে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। "স্পুটনিক ৫" প্রতি ডোজের দাম আন্তর্জাতিক বাজারে হতে পারে ১০ মার্কিন ডলারের কম , যা ভারতীয় মুদ্রায় ৭৩০ টাকার মতো। রাশিয়ার নাগরিকরা এই ভ্যাকসিন পাবেন বিনামূল্যে , জানিয়েছে রাশিয়া সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File