দুর্গতদের কাছে দেবদূত, করোনা আক্রান্তদের জন্য এবার ফ্রান্স থেকে অক্সিজেন প্ল্যান্ট আনছেন সোনু সুদ
Tuesday, May 11 2021, 6:39 am
Key Highlightsগত বছরের লকডাউনের সময় থেকেই দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন বলিউডের অভিনেতা সোনু সুদ। এবছর ও তিনি পিছিয়ে থাকেননি আক্রান্তদের সাহায্যে এবার নয়া উদ্যোগ নিলেন তিনি। দেশের বিভিন্ন স্থানে অক্সিজেনের ব্যবস্থা করতে ফ্রান্স ও অন্যান্য দেশ থেকে অক্সিজেন প্ল্যান্ট আনছেন তিনি। দিল্লি ও মহারাষ্ট্র সহ দেশের সর্বাধিক করোনা বিধ্বস্ত রাজ্যগুলিতে অন্তত চারটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করেছেন সোনু সুদ। তিনি বলেছেন, অক্সিজেন সিলিন্ডারের অভাবে বহু মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা অক্সিজেন সিলিন্ডার হাতে পেয়েছি এবং সেগুলি লোকজনকে দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে যে, প্রথম প্ল্যান্ট ইতিমধ্যেই অর্ডার দেওয়া হয়েছে এবং আগামী ১০-১২ দিনের মধ্যেই তা ফ্রান্স থেকে দেশে পৌঁছবে।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- সোনু সুদ
- করোনা নতুন স্ট্রেন
- অক্সিজেন

