চিন্তায় চিকিৎসকেরা, করোনা আক্রান্তদের শরীরে মিলছে সাইটোমেগালো ভাইরাস

Wednesday, July 28 2021, 12:26 pm
highlightKey Highlights

এবার করোনা আক্রান্তদের শরীরে মিলছে সাইটোমেগালো নামক একটি ভাইরাস। চিকিৎসকদের চিন্তার কারণ হল, শরীর করোনা মুক্ত হওয়ার পরেও সাইটোমেগালো ভাইরাস শরীরে থেকে যাচ্ছে। প্রসঙ্গত এটি খাদ্যনালীতেই সংক্রমণ ঘটায়। গঙ্গা রাম হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোভিড সংক্রমণের ২০ থেকে ৩০ দিনের মাথায় বেশ কয়েক জন রোগীর শরীরে এই ভাইরাসের সংক্রমণের টের পাওয়া গিয়েছে। জ্বর, পায়ুদ্বারের কাছে রক্তক্ষরণ-সহ প্রবল পেটব্যথা এই ভাইরাসের সংক্রমণের প্রধান উপসর্গ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File