বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়েও করোনাজয়ী পশ্চিম মেদিনীপুরের এক প্রবীণ দম্পতি

Monday, May 31 2021, 4:54 am
বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়েও করোনাজয়ী পশ্চিম মেদিনীপুরের এক প্রবীণ দম্পতি
highlightKey Highlights

পশ্চিম মেদিনীপুরের গড়বেতার রাউলিয়া গ্রামের প্রবীণ দম্পতি, যাদের মধ্যে একজন রামদুলাল রায়, বয়স ৮৬ বছর এবং তার স্ত্রী ভারতী রায় বয়স ৭৬ বছর । রামদুলাল বাবুর গলব্লাডারে তিনটি স্টেন্ট এবং বুকে পেসমেকার আছে; অন্যদিকে তার স্ত্রীরও বুকে স্টেন্ট আছে । তারা হঠাৎই কয়েকদিন আগে ১০২ -১০৩ ডিগ্রি জ্বর এবং শ্বাসকষ্ট অনুভূত করেন । করোনা পরীক্ষা করায় তাদের দুজনেরই রিপোর্ট পজিটিভ আসে । ১৭ দিন গৃহবন্দি থাকার পর স্বাস্থ্যকর্মীরা এসে পুনরায় করোনা পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ আসে । এবিষয়ে এই প্রবীণ দম্পতির বক্তব্য, চিকিৎসকের পরামর্শ এবং কঠোরভাবে কোভিডবিধি মেনে চললে করোনাকে জয় করা সম্ভব ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File