দেশ

Covid-19 Precaution dose: ১৮ ঊর্ধ্বদেরও বিনামূল্যে দেওয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ

Covid-19 Precaution dose: ১৮ ঊর্ধ্বদেরও বিনামূল্যে দেওয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ
Key Highlights

আগামী ১৫ই জুলাই থেকে ৭৫ দিন বিনামূল্যে ১৮ বছরের বেশি বয়সিদেরও বিনামূল্যে দেওয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের।

ফের নতুন করে চোখরারাঙাচ্ছে মারণ করোনা ভাইরাস(Coronavirus) তাই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আগামী ১৫ই জুলাই থেকে ৭৫ দিন বিনামূল্যে ১৮ বছরের বেশি বয়সিদেরও বিনামূল্যে দেওয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের।

গত মার্চ মাস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নির্দেশমতো দেশজুড়ে ‘প্রিকশন’ ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। এতদিন শুধু ষাটোর্ধ্ব নাগরিকরাই বিনামূল্যে ভ্যাকসিনের বুস্টার ডোজ পেতেন। ষাটের নিচের নাগরিকদের বুস্টার (Corona Booster Dose) নিতে হত গাঁটের কড়ি খরচ করে। যার জেরে বুস্টার নিয়ে সেভাবে উৎসাহও চোখে পড়ছিল না। 

অন্যদিকে নতুন করে করোনা চোখ রাঙানো শুরু করেছে। চতুর্থ ঢেউয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এই অবস্থায় বুস্টার ডোজে উৎসাহ বাড়াতে সেটিও বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।

ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। এই উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ৭৫ দিন বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে ১৮-ঊর্ধ্ব নাগরিকদেরও।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর

কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে নতুন করে বুস্টার ডোজে উৎসাহ বাড়বে বলেই মনে করা হচ্ছে। যদিও বিরোধীদের দাবি, সরকার অন্য খাতে মানুষকে শোষণ করছে, আর ভ্যাকসিনের বেলায় বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে নাম কুড়চ্ছে।