দেশতহবিল শেষ হওয়ায় কোভ্যাকসিন দিতে পারবে না ভারত বায়োটেক, জানালেন মণীশ সিসোদিয়া
রাজধানী দিল্লি-সহ গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সবার নাজেহাল অবস্থা। এমন সময় দিল্লির পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় সরকারকে বেড বাড়ানোর পাশাপাশি ভ্যাকসিনের জন্য অনুরোধ করেছিলেন। পাশাপাশি ভারত বায়োটেক ও সেরাম ইনস্টিটিউটকে ৬৭ লক্ষ করে মোট ১ কোটি ৩৪ লাখ ভ্যাকসিন ডোজের অর্ডার দেওয়া হয়েছিল। এবিষয়ে, মঙ্গলবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করে জানিয়েছেন, "ভারত বায়োটেক ৬৭ লক্ষ কোভ্যাকসিন ডোজ দিতে পারবে না। কারণ তারা কেন্দ্রীয় সরকারের নির্দেশেই কাজ করছে।" পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার দরুন দিল্লিতে ১০০ টি ভ্যাকসিন সেন্টার বন্ধ করে দিতে হয়েছে বলেই জানিয়েছেন তিনি।