শুধু ডেল্টা প্রজাতি নয়, করোনার আরও ৪ প্রজাতি নিয়ে চিন্তিত বিশ্ব
Tuesday, June 29 2021, 4:58 am

বর্তমানে দেশে করোনার ডেল্টা প্রজাতিতে সংক্রমণ দেখা গিয়েছে। ডেল্টা প্রজাতি যে ভাবে রূপান্তরিত হয়ে ডেল্টা প্লাস তৈরি হয়েছে সেটাকে বলে কে৪১৭এন। দক্ষিণ আফ্রিকার বিটা প্রজাতির ক্ষেত্রে করোনা প্রতিষেধক কাজ করেনি, যা বিশেষজ্ঞদের কাছে চিন্তার বিষয়। কিন্তু ডেল্টা প্রজাতি ছাড়াও কাপা প্রজাতি বা ‘ডবল মিউট্যান্ট’ প্রজাতি বা বি.১.১৬৭.১; ল্যাম্বডা বা ভ্যারিয়্যান্ট অফ কনসার্ন; বি.১১.৩১৮ এবং বি.১.৬১৭.৩ ইত্যাদি প্রজাতিগুলি গোটা বিশ্বে চোখ রাঙাচ্ছে, যা নিয়ে গোটা বিশ্বে গবেষণা চলছে।
- Related topics -
- স্বাস্থ্য
- কোভিড ১৯
- আন্তর্জাতিক
- গবেষণা