বোম্বে হাইকোর্টের কড়া নির্দেশ! লকডাউনে বাইরে বেরোলে আঁধার কার্ড দেখাতে হবে পুলিশকে

Tuesday, April 27 2021, 10:04 am
বোম্বে হাইকোর্টের কড়া নির্দেশ! লকডাউনে বাইরে বেরোলে আঁধার কার্ড দেখাতে  হবে পুলিশকে
highlightKey Highlights

বর্তমান কোভিড পরিস্থিতিতে হ্রাস টানতে আগেই মহারাষ্ট্রে নির্দির্ষ্ট সময়ের জন্য লকডাউন ঘোষণা করেছিল সরকার। এবার বোম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের বিচারপতি রবীন্দ্র ঘুগে ও বিচারপতি দেবদ্বারের বেঞ্চের তরফে জানানো হয়েছে, এবার থেকে লকডাউনে বাইরে বেরোলেই পুলিশকে আঁধার কার্ড দেখানো বাধ্যতামূলক; না হলে জারি করা হবে মামলা। বাইক আরোহীদের ক্ষেত্রে হেলমেট পরার পাশাপাশি মাস্ক পড়া বাধ্যতামূলক। শুধুমাত্র রমজানের কথা মাথায় রেখে বিকেল ৫টা থেকে সন্ধে ৮টা পর্যন্ত এই নিয়মে ছাড়া দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File