দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান, ব্রাজিলকে ১-0 গোলে হারিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
Sunday, July 11 2021, 8:13 am
Key Highlightsঅবশেষে বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক ট্রফি জয়। হলুদকে ফিকে করে মারাকোনার রং হয়ে উঠলো নীল-সাদা। ব্রাজিলকে হারিয়ে রবিবার মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে শেষ হাসি হাসল আর্জেন্টিনা। দেশকে কাঙ্খিত ট্রফিটা এনে দিলেন লিওনেল মেসি। দীর্ঘ ২৮ বছর পর কোপা জয় করলো আর্জেন্টিনা। খেলা শেষের বাঁশি বাজতেই আর্জেন্টিনা যেন মেসিময় হয়ে উঠল। সতীর্থরাও যে মেসির হাতে ট্রফি দেখার জন্য মরিয়া ছিলেন তা ম্যাচ শেষে মেসিকে মাথার ওপর তুলে লোফালুফিই বুঝিয়ে দিল।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- কোপা আমেরিকা ফাইনাল
- লিওনেল মেসি
- আর্জেন্টিনা
- ব্রাজিল

