LPG Price | ফের বাড়লো রান্নার গ্যাসের দাম, কলকাতায় কততে দাঁড়ালো সিলিন্ডারের দর ?

Saturday, March 1 2025, 3:34 am
highlightKey Highlights

মাসের শুরুতেই বাড়লো গ্যাসের দাম। দেশের সব রাজ্যেই সিলিন্ডার প্রতি ৫-৬ টাকা করে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে।


নতুন মাস পড়তেই বাড়লো রান্নার গ্যাসের দাম। তবে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসে নয় দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। আইওসিএল এর রিপোর্ট অনুযায়ী,কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম ৫ টাকা বেড়ে হয়েছে ১৯১৩ টাকা। রাজধানী দিল্লি এবং মুম্বইয়েও ৫ টাকা করে বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। এই দুই শহরে গ্যাসের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ১৮০৩ টাকা ও ১৭৫৫.৫০ টাকা। গত একবছর ধরে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বদলায়নি। কলকাতায় বর্তমানে ঘরোয়া গ্যাসের দাম ৮২৯ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File