মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত কোচবিহারের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নরেন দত্ত।

Wednesday, November 25 2020, 2:14 pm
মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত কোচবিহারের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নরেন দত্ত।
highlightKey Highlights

কোচবিহার নিশিগঞ্জ এলাকায় মঙ্গলবার রাত ২টো নাগাদ ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। মৃত কোচবিহারের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নরেন দত্ত, তাঁর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সম্রাট বর্মন এবং শুভজিৎ রায়ও ছিলেন। তাঁরাও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। মঙ্গলবার রাতে একটি ছোট গাড়ি করে মাথাভাঙা থেকে কোচবিহারের দিকে আসছিলেন তাঁরা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারে তাঁদের গাড়ি। সে সময় গাড়ি চালাচ্ছিলেন নরেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। তাঁরা ৩ জনকে উদ্ধার করে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানেই নরেনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে জেলা তৃণমূল কর্মীদের মধ্যে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File