Kerala CM | মহিলা স্কুটিচালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে কেরলের মুখ্যমন্ত্রীর কনভয়! একে অন্যের পিছনে ধাক্কা মারতে থাকে গাড়ি

Tuesday, October 29 2024, 6:56 am
Kerala CM | মহিলা স্কুটিচালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে কেরলের মুখ্যমন্ত্রীর কনভয়! একে অন্যের পিছনে ধাক্কা মারতে থাকে গাড়ি
highlightKey Highlights

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সোমবার রাস্তা দিয়ে ধীর গতিতে স্কুটার নিয়ে এগোচ্ছিলেন এক মহিলা। রাস্তার মাঝখানে এসে গাড়িটি কার্যত থামিয়ে হঠাৎই ডানদিকে মোড় নেয় স্কুটারটি।


দুর্ঘটনার কবলে কেরলের মুখ্যমন্ত্রীর কনভয়! সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সোমবার রাস্তা দিয়ে ধীর গতিতে স্কুটার নিয়ে এগোচ্ছিলেন এক মহিলা। রাস্তার মাঝখানে এসে গাড়িটি কার্যত থামিয়ে হঠাৎই ডানদিকে মোড় নেয় স্কুটারটি। সেই সময়ে দ্রুত গতিতে ছুটে আসছিল মুখ্যমন্ত্রীর কনভয়। মহিলা হঠাৎ মোড় ঘোরায় জরুরি ভিত্তিতে ব্রেক কষে কনভয়ের সামনে থাকা গাড়িটি। এভাবে পর পর একে অন্যের পিছনে ধাক্কা মারতে থাকে কনভয়ের সবকটি গাড়ি সহ একটি অ্যাম্বুলেন্সও। যদিও বিজয়নের চোট আঘাত লাগেনি বলেই জানা যাচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File