দেশ

Waqf Amendment Bill | ১২ ঘণ্টার ম্যারাথন বিতর্কের পর লোকসভায় পাস বিতর্কিত 'ওয়াকফ সংশোধনী বিল'!

Waqf Amendment Bill | ১২ ঘণ্টার ম্যারাথন বিতর্কের পর লোকসভায় পাস বিতর্কিত 'ওয়াকফ সংশোধনী বিল'!
Key Highlights

তুমুল হট্টগোলের মাঝে লোকসভায় পাস বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল।

বহু তর্ক বিতর্কের পর অবশেষে লোকসভায় পাস হলো বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। বুধবার মধ্যরাত অবধি ১২ঘন্টা বিতর্কের পর পাশ হয় বিলটি। বিলটির পক্ষে পড়ে ২৮৮ ভোট, বিপক্ষে পড়ে ২৩২টি ভোট। তবে ঘটনার ঘনঘটা ছেয়েছে সদনে। কাল আলোচনা চলাকালীন মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি ওয়াকফ বিলের প্রতিলিপি ছিঁড়ে ফেলেন। এনিয়ে প্রতিবাদ করে কংগ্রেস, তৃণমুল ক্ংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা। ইতিমধ্যেই গত লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি।