RBI | 'মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করাই অর্থনীতির গতিবৃদ্ধির প্রধান দাওয়াই' : মূল্যবৃদ্ধি ইস্যুতে বক্তব্য রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের
Friday, November 22 2024, 12:30 pm
Key Highlights
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস সাফ জানিয়ে দিলেন, মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করাই অর্থনীতির গতিবৃদ্ধির প্রধান দাওয়াই।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস সাফ জানিয়ে দিলেন, মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করাই অর্থনীতির গতিবৃদ্ধির প্রধান দাওয়াই। ফলে দেশের মূল্যবৃদ্ধি ইস্যুতে ক্রমশই কেন্দ্রীয় সরকারের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের ঠান্ডা লড়াই প্রকাশ্যেই তীব্রতর হচ্ছে। সরকার দাবি করছে, মূল্যবৃদ্ধি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এর সঙ্গে আর্থিক গতি বা রেপো রেটের সম্পর্ক নেই। কিন্তু এই ফর্মুলা মানতে নারাজ আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার দাবি, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এলে মানুষ সঞ্চয় করতে পারবে। আর হাতে টাকার জোগান থাকলে বাড়বে ক্রয়ক্ষমতা।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- আরবিআই
- রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- মূল্যবৃদ্ধি