Kolkata Metro | বউবাজারে মেট্রো রুটে সম্পন্ন হলো পাঁচ ক্রস প্যাসেজ তৈরির কাজ!

Tuesday, June 25 2024, 6:21 am
Kolkata Metro | বউবাজারে মেট্রো রুটে সম্পন্ন হলো পাঁচ ক্রস প্যাসেজ তৈরির কাজ!
highlightKey Highlights

বউবাজারে মেট্রো রুটে সম্পন্ন হলো বড় কাজ। শেষ হলো পাঁচ ক্রস প্যাসেজ তৈরির কাজ।


বউবাজারে মেট্রো রুটে সম্পন্ন হলো বড় কাজ। শেষ হলো পাঁচ ক্রস প্যাসেজ তৈরির কাজ। মেট্রোর জোড়া সুড়ঙ্গের কোনও একটায় কোনও রকম বিপত্তি ঘটলে যাত্রীদের দ্রুত বার করতে এই ক্রস প্যাসেজ করা হয়। মেট্রো সূত্রে খবর, ৪,৫বি,৫এ,৬,৭ নম্বর ক্রস প্যাসেজ হয়েছে। এছাড়া বউবাজারে এখন যেখানে রিট্রিভ্যাল শ্যাফট আছে সেখানে হচ্ছে এমারজেন্সি এভাকুয়েশন শ্যাফট।প্রতি ক্রস প্যাসেজের মধ্যে দূরত্ব ২৭৫ মিটার। উল্লেখ্য, ২০২২ সালে এমনই কাজ করতে গিয়ে বিপত্তি বাধে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File