ক্যান্সারবিশ্ব ক্যান্সার দিবস, একটু সচেতন হলেই প্রাথমিক স্তরে ক্যান্সার থামানো সম্ভব: চিকিৎসক জয়ন্ত চক্রবর্তী
আজ ৪ ঠা ফেব্রুয়ারী, বিশ্ব ক্যান্সার দিবস। ২০০০ সালে ইউনেসকোর প্রধানের উদ্যোগে ৪ ফেব্রুয়ারি দিনটিকে বিশ্ব ক্যানসার দিবস হিসেবে ঘোষণা করা হয়। ক্যান্সার এমন একটি মারণ রোগ যা সবার হতে পারে, তবে একটু সচেতন থাকলেই এর থেকে চিকিৎসায় রেহাই পাওয়া সম্ভব। এমনই বলছেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের (সিএনসিআই) অধিকর্তা চিকিৎসক জয়ন্ত চক্রবর্তী। কম বয়সীদের তুলনায় ৬৫ বছরের ঊর্ধ্বে ক্যানসারের ঝুঁকি তা প্রায় ১১ গুণ বেশি।