Connie Francis | প্রয়াত হলেন ‘প্রিটি লিটল বেবি’ খ্যাত গায়িকা কনি ফ্রান্সিস, শোকাহত সঙ্গীত দুনিয়া!
Thursday, July 17 2025, 5:42 pm

প্রয়াত হলেন আমেরিকান সঙ্গীত জগতের এক উজ্জ্বল কণ্ঠ ‘স্টুপিড কিউপিড’, ‘প্রিটি লিটল বেবি’, ‘হু’স সরি নাউ’-এর মতো হিট গানের গায়িকা কনি ফ্রান্সিস।
প্রয়াত হলেন আমেরিকান সঙ্গীত জগতের এক উজ্জ্বল কণ্ঠ ‘স্টুপিড কিউপিড’, ‘প্রিটি লিটল বেবি’, ‘হু’স সরি নাউ’ এর মতো হিট গানের গায়িকা 'কনি ফ্রান্সিস'। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তীব্র যন্ত্রণায় ভুগছিলেন তিনি। চলছিল শারীরিক পরীক্ষা চলছে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘কনচেটা রেকর্ডস’ এর সভাপতি কনির ঘনিষ্ট বন্ধু রন রবার্টস। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা সঙ্গীত দুনিয়া।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিনোদন
- সঙ্গীতশিল্পী
- রেকর্ড
- প্রয়াত
- গান
- ভাইরাল