SIR in Bengal | SIR নিয়ে প্রশ্ন রয়েছে? সরাসরি ফোন করে কথা বলুন BLO-দের সঙ্গে!

Sunday, November 2 2025, 5:53 pm
highlightKey Highlights

বাংলায় SIR প্রক্রিয়া নিয়ে চিন্তা, উদ্বেগ, আতঙ্ক বাড়ছে জনগণের মধ্যে। বিএলও-দের সঙ্গে যোগাযোগ করার পথ কমিশনই দেখিয়ে দিয়েছে।


বাংলায় SIR প্রক্রিয়া নিয়ে চিন্তা, উদ্বেগ, আতঙ্ক বাড়ছে জনগণের মধ্যে। কমিশন সূত্রে খবর, নিজের স্মার্টফোন থেকেই বিএলওদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা। প্রথমে স্মার্টফোনের প্লে স্টোর থেকে ECINET নামক অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপে ঢুকে নিজের ফোন নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে। তারপর ‘Book a Call With BLO’ অপশনটিতে ক্লিক করে নিজের ভোটার এপিক নম্বর সাবমিট করতে হবে। পর্দায় দেখা যাবে সংশ্লিষ্ট বুথের বিএলও-র নাম। নীচে মোবাইল নম্বর দিয়ে ‘সেন্ড ওটিপি’তে ক্লিক করলেই কিছুক্ষণেই চলে আসবে বিএলওর ফোন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File