একজনের থেকে অন্যজনের হতে পারে কনজাংটিভাইটিস

Wednesday, February 24 2021, 8:39 am
highlightKey Highlights

চোখ লাল হয়ে ফুলে ওঠে, জ্বালা করে, চোখ কটকট করে, চোখ থেকে জল পড়ে এমনকি সমানে পিচুটি (শ্লেষ্মা জাতীয় পদার্থ) কাটার মতো সমস্যা দেখা গেলে অনেকে বলে ‘চোখ উঠেছে’। চোখের এই সমস্যার প্রচলিত নাম হল ‘জয়বাংলা’ এবং ডাক্তারি পরিভাষায় একে বলে 'কনজাংটিভাইটিস'। এই সময় পিচুটি শুকিয়ে যাওয়ায় চোখ খুলতে খুব অসুবিধে হয়। এই উপসর্গগুলি কমতে কমপক্ষে সাত দিন সময় লাগে। পরিষ্কার না থাকলে পরিবারের অন্য সদস্যদেরও হতে পারে 'পিঙ্ক আই '। অধিকাংশ সময় চোখে কালো চশমা পরে থকা জরুরি ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File