Kadiyam Kavya | কর্মরত অবিবাহিত এবং বিধবা মহিলাদের জন্যে লোকসভায় বিল পেশ করলেন কাদিয়াম কাব্য

Saturday, December 6 2025, 4:11 pm
highlightKey Highlights

নারী কল্যাণ ও নিরাপত্তায় সংসদে ঐতিহাসিক বিল পেশ করলেন কংগ্রেস সাংসদ কাদিয়াম কাব্য।


লোকসভায় নারীকল্যানে দুটি বিল পেশ করলেন কংগ্রেস সাংসদ কাদিয়াম কাব্য। প্রথম বিলে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ঋতুস্রাব চলাকালীন যাতে মহিলারা যাতে ঝুঁকির মুখে না পড়েন সেজন্য বিলটিতে সমস্ত সরকারি, বেসরকারি এবং অসংগঠিত ক্ষেত্রে পরিষ্কার শৌচাগার এবং পর্যাপ্ত স্যানিটারির ব্যবস্থা আইনত বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। দ্বিতীয় বিলে অবিবাহিত, বিধবা এবং দুর্দশাগ্রস্ত মহিলাদের জন্য জরুরি আর্থিক সাহায্য, মাসিক ভাতা, আবাসস্থল ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধার দাবি পেশ করেছেন সাংসদ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File