বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জসপ্রীত বুমরাহ! অনুষ্ঠান হবে গোয়ায়
Wednesday, March 10 2021, 6:28 am
Key Highlightsভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। রবিবার বা সোমবার গোয়ায় হবে অনুষ্ঠান। পাত্রী ক্রিকেট প্রেজেন্টার সঞ্জনা গণেশন। বুমরাহ বা সঞ্জনা, কেউই বিয়ের কথা স্বীকার করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ে নিয়ে বহু পোস্ট দেখা যাচ্ছে। সূত্রের খবর, ছুটি নিয়েছেন সঞ্জনা। তবে তিনি কবে গোয়া যাচ্ছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে খেলেননি বুমরাহ। তিনি ব্যক্তিগত কারণে ছুটি নেন। তখন থেকেই তাঁর বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। শোনা যায়, অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছে এই ক্রিকেটারের।
- Related topics -
- সেলিব্রিটি
- ক্রিকেটার
- জসপ্রীত বুমরাহ
- বিবাহ

